View Single Post
  #2508  
Old July 26, 2019, 10:35 PM
MarufH's Avatar
MarufH MarufH is offline
Cricket Legend
 
Join Date: February 20, 2006
Location: Washington D.C., USA
Favorite Player: David Warner
Posts: 3,484

I know not many people are not fan of kalerkontho here but I really like this article. Have a read:

Quote:
মাশরাফির জীবন আসলে বদলে দিয়েছে দুটি ঘটনা। প্রথমত, গেল বছরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে সংসদ সদস্য পদের জন্য লড়াই করা। সিলেটের সেই ম্যাচ শেষে নির্বাচনী প্রচারাভিযানে নেমেছেন; সপ্তাহ দুয়েক পরের নির্বাচনে জিতেছেনও। কিন্তু আপামর বাঙালির ভালোবাসার যে মাশরাফি ছিলেন, হারিয়েছেন সেই সিংহাসন। ‘প্রখর রাজনৈতিক সচেতন’ বাঙালিদের বড় একটি অংশের কাছে ক্রিকেটার থেকে ‘একটি রাজনৈতিক দলের প্রতিনিধি’ হয়ে যায় তাঁর মুখ্য পরিচয়। সে দলের বিরোধীদের কাছে চোখের পলকে হয়ে যান চোখের বালি। আর দ্বিতীয় ঘটনা, বিশ্বকাপের পারফরম্যান্স। টুর্নামেন্টে আট ম্যাচে অধিনায়ক নেন মোটে এক উইকেট। গড় ৩৬১; ইকোনমি ৬.৪৪। তাতেই যেন মাশরাফিকে ঠেলে-ধাক্কা দিয়ে অবসরে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে যায় জনমানসে।


Quote:
ওই সংবাদ সম্মেলন শেষে শ্রীলঙ্কা আসার আগের শেষ অনুশীলন করতে যান মাশরাফি। সেখানেই পড়েন ইনজুরিতে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড ওয়ান টিয়ার’-এর কারণে ছিটকে পড়েন সফর থেকে। কিন্তু বিশ্বকাপে তো বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু টিয়ার’ নিয়েও খেলেছেন। তাহলে এর চেয়ে কম গুরুতর ইনজুরি নিয়ে শ্রীলঙ্কা সফরে আসতে পারলেন না কেন? প্রশ্নটা মাশরাফির নিজেরও। যে কারণে ক্রিকেট-ঘনিষ্ঠজনদের কাছে বলেছেন, ‘হয়তো প্রথম ওয়ানডে খেলতে পারতাম না। কিন্তু শেষ দুটি ম্যাচে তো পারতাম।’ তাই যদি হবে, তাহলে শ্রীলঙ্কা সফরের দল থেকে আসলে মাশরাফিকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় সে বাদ দেওয়ার এখতিয়ার ফিজিওর নেই; নির্বাচকদের তো আরো নেই।

মাশরাফিকে ‘বাদ’ দিয়েছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই!
Source: মালিঙ্গার বিদায়ের দিনে মাশরাফি ভাবনা
__________________
Bangladesh!
Reply With Quote