View Single Post
  #19  
Old January 11, 2011, 01:27 PM
Razi's Avatar
Razi Razi is offline
Cricket Legend
ICC WT20 2016 Fantasy Winner
 
Join Date: March 8, 2008
Location: BanglaCricket.com
Favorite Player: Mashrafe Mortaza
Posts: 5,236

বিশ্বকাপে জাতীয় দলের স্পন্সর বেক্সিমকো

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ িফোর.কম

ঢাকা: রেকর্ড পরিমাণ মূল্য দিয়ে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলের স্পন্সর স্বত্ব পেয়েছে বেক্সিমকো গ্রুপ। প্রথম পর্বের ছয়টি ম্যাচের জন্য ক্রিকেট বোর্ডকে সাড়ে তিন কোটি টাকা দিচ্ছে তারা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ মূল্যের টিম স্পন্সর। ১৯৯৯ সালে স্পন্সর ছাড়াই বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। পরের আসর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৩০ লাখ টাকা দিয়ে জাতীয় দলের স্পন্সর হয়েছিলো বৃটিশ পেট্রোলিয়াম প্রতিষ্ঠান মোবিল। সর্বশেষ ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে প্রায় ৩২ লাখ টাকায় (৩০ ও ১৫ হাজার ডলার) স্পন্সর হয়েছিলো ইস্পাহানী গ্রুপ। এছাড়া ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ হাজার ডলার দিয়ে জাতীয় দলের স্পন্সর হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

২০১১ সালের বিশ্বকাপে জাতীয় দলের স্পন্সরের জন্য ন্যূনতম মূল্য সাড়ে তিন কোটি টাকা রেখে দরপত্র আহ্বান করে বিসিবি। এতে সাড়া দেয় একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো। প্রারম্ভিক মূল্য দিতের রাজি থাকায় তাদের সঙ্গে দরদামে যায়নি বিসিবি।

মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে বেক্সিমকো এবং বিসিবির মধ্যে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের গ্রুপ ম্যাচের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছিলো। এছাড়া বাংলাদেশ পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলে প্রতি ম্যাচের জন্য বিসিবিকে ৫৫ লাখ টাকা করে দেবে বেক্সিমকো।

অনুষ্ঠানে বেক্সিমকোর পরিচালক শায়ান এফ রহমান বলেন,“বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে জাতীয় দলের পৃষ্ঠপোষক হয়ে আমরা ক্রিকেট ও দেশের প্রতি গভীর অনুরাগের বিষয়টি তুলে ধরতে পারব। একই সঙ্গে বেক্সিমকোর প্রসার ঘটাতে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বিশ্বকাপে জাতীয় দলের স্পন্সর হওয়ায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকোকে অভিনন্দন জানান বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন,“এটা সত্যি আনন্দের, দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকোকে আমরা পাশে পেয়েছি। জাতীয় দলের জন্য তাদের এই পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিশ্বকাপে দর্শকদের জন্য যথেষ্ট পরিমাণে টিকিট সরবরাহ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন বিসিবি সভাপতি। এসময় তিনি আশা প্রকাশ করেন,“ভবিষ্যতে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বেক্সিমকো।”

অনুষ্ঠানে বিসিবির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদ এবং বেক্সিমকোর পক্ষে প্রতিষ্ঠানের সিইও ইনতেখাব মাহমুদ চুক্তিপত্রে সাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু, বেক্সিমকোর সহ-সভাপতি সালমান এফ রহমান ও পরিচালক শায়ান এফ রহমান।
__________________
''I go out to field as if I'm entering the boxing ring and there's no place for the guy who comes second best there.''
Shakib Al Hasan, World's No.1 All-Rounder
Reply With Quote