View Single Post
  #80  
Old November 12, 2009, 11:00 AM
Nadim's Avatar
Nadim Nadim is offline
Moderator
 
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 48,721
Default 'রোমান্স উইথ ক্রিকেট' এ সাকিব আল হাসান

রোমান্স উইথ ক্রিকেট' এ সাকিব আল হাসান


Quote:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক এবং বিশ্বের বর্তমান এক নাম্বার অল-রাউন্ডার সাকিব আল হাসান এবার নাটকে অভিনয় করছেন, নাটকের গল্পটিও ক্রিকেট নিয়েই। জানা গেছে, নাটকে সাকিব একজন তরুণ ক্রিকেটারের চরিত্রেই অভিনয় করবেন আর সাকিবের বিপরীতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। নাটকটির নাম ‘রোমান্স উইথ ক্রিকেট’। লিখেছেন দাউদ হোসাইন রনি, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামূল।

নাটকে অভিনয় প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার কাজ ক্রিকেট খেলা। অভিনয় আদতে আমার কাজ নয়। তবে ব্যক্তিগতভাবে আমি নাটকের ভক্ত, আর এই নাটকের গল্পটিও বাংলাদেশের ক্রিকেট নিয়েই। নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতেই আমি এই নাটকটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া নাট্যকার গল্পটিও লিখেছেন চমৎকার করে, অভিনয়ের চাইতে আমাকে এখানে ক্রিকেট খেলতেই বেশি দেখা যাবে।’

সাকিব আল হাসানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি সাকিব আল হাসানের খেলার খুব ভক্ত। তার সঙ্গে অভিনয় করবো এটি ভাবতেই ভালো লাগছে।’

কবে নাগাদ নাটকটির শুটিং শুরু হবে জানতে চাইলে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘আসলে সাকিব এতো ব্যস্ত সময় পার করছেন তার সিডিউল বের করাও খুব কষ্টের। তবে আশা করছি জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজের পরপরই শুটিংয়ে নামতে পারবো। নাটকটির শুটিংয়ের জন্য আপাতত তারিখ ঠিক করেছি নভেম্বর মাসের ২০-২১-২২।’

নাটকের গল্প সম্পর্কে নাট্যকার দাউদ হোসাইন রনি জানিয়েছেন, ‘একজন ক্রিকেটারকে তার দর্শকরা কীভাবে নেয় এবং দর্শক প্রত্যাশার চাপটা কীভাবে সামলাতে হয় এই নাটকে সেটাই দেখানো হবে। পাশাপাশি একজন ক্রিকেটারের প্রতি দর্শকের আচরণ কেমন হওয়া উচিৎ নাটকের সারবস্তু কিন্তু সেটাই।’

তিশা সাকিব ছাড়াও জাতীয় দলের আরো বেশ ক’জন ক্রিকেটারকেও এ নাটকে অতিথি চরিত্রে দেখা যাবে। বলেই জানিয়েছেন পরিচালক।
Source: BDnews24
__________________
হোঁচট খেয়েছি অনেকবার, তবুও হার মানিনি। বাঁধা এসেছে বারবার, তবুও থেমে থাকিনি। বাঘেরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন... ইনশাল্লাহ আল্লাহ ও আমাদের সহায় হবেন। চলো বাংলাদেশ!
Reply With Quote