View Single Post
  #29  
Old September 23, 2019, 06:00 AM
ahnaf's Avatar
ahnaf ahnaf is offline
Moderator
 
Join Date: May 31, 2010
Location: Dhaka,BD
Favorite Player: Tamim,Ash,Mash,Shakib
Posts: 5,153

Looks like domingo has started to apply his vision & thoughts slowly.

Quote:
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে চারজন স্পিনার খেলানোর পর টি-টোয়েন্টিতেও স্পিন নির্ভরই ছিল বাংলাদেশের একাদশ। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সে চিন্তা থেকে সরে পেসারদের দিকে ঝুঁকে পড়ার স্পষ্ট ইঙ্গিত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিলেন প্রধান কোচ, ‘সম্ভবত একজন বাড়তি পেসার নিয়ে আমরা ১২ জনের দল গড়ব আজ, কালকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উইকেট দেখে। অবশ্যই এই জায়গাটি আমরা কাজে লাগাতে পারি। আজকে উইকেটে খানিকটা ঘাস আছে, বাউন্স মিলতে পারে। চার পেসার তাই ভালো বিকল্প হতে পারে। তবে কালকে উইকেট-কন্ডিশন দেখে সিদ্ধান্ত হবে।’

চার স্পিনার খেলিয়ে অভ্যস্ত হয়ে পড়া দল হুট করে চার পেসারে শিফট করবে। মানিয়ে নিতে তাই হতে পারে কিছুটা সমস্যা। কিন্তু কোচ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই অমন পরিকল্পনাতে এগোতে চান, ‘আমি জানি, এটি ঠিক বাংলাদেশের ধরন নয়। আমাদের ভাবনায় সবসময় থাকে আমরা বিশ্বকাপ কোথায় খেলব। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলব আমরা, সেখানে ১-২ জন পেসার খেলানোর সম্ভাবনা দেখি না। অন্তত তিনজন তো বটেই, চার পেসারও খেলানো হতে পারে সেখানে। এখন জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই, পাশাপাশি ভবিষ্যতের পথচলা নিয়েও ভাবতে হবে আমাদের।’
https://www.thedailystar.net/bangla/...0%A6%B6-121366


Quote:
সাগরিকায় ফ্ল্যাট উইকেটে ভালো বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। তাই মিরপুরেও এমন উইকেট হলে, বাড়তি পেসার নিয়ে খেলার চিন্তা-ভাবনা করছে দলটি। ভাবনায় আছেন বিকল্প স্পিনার তাইজুল ইসলামও। সবমিলিয়ে তাই শতভাগ ফিট খেলোয়াড় মাঠে নামানোর পক্ষে ডমিঙ্গো, 'আমি সবসময় চাই শতভাগ ফিট ১১ জনকে নিয়ে মাঠে নামতে। আর আমার মতে, আমিনুল বা যে কারও বিকল্প আমাদের দলে আছে। আমার মনে হয় না, হাতে সেলাই নিয়ে ফাইনালে ওকে আমরা খেলতে দেখব।'
https://www.thedailystar.net/bangla/...0%A6%B6-121375
__________________
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে ...
Reply With Quote