View Single Post
  #120  
Old October 24, 2019, 03:26 PM
Fazal's Avatar
Fazal Fazal is offline
Cricket Sage
 
Join Date: September 16, 2004
Posts: 18,718

Now tidbits from infamous kaler Kontho



- নাজমুল হাসানের পদত্যাগ দাবি করে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শোয়েব আখতার বলেন, 'খেলোয়াড়রা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে। আমি সবসময়ই ক্রিকেটারদের পাশে আছি, সেটি যেকোন দেশেরই হোক না কেন। বাংলাদেশ বিগত কয়েক বছরে বেশ ভালো খেলছে। কিন্তু তাদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয়নি। বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি সঠিক ব্যক্তি নন। সঠিক কাজটি তিনি করতে পারছেন না।'







- খন ধর্মঘট প্রত্যাহারের পর অনেক ক্রিকেটাররাই আতঙ্কে আছেন তাদের ভবিষ্যত নিয়ে। ক্রিকেটারদের আশংকা, এবার থেকে হয়তো পান থেকে চুন খসলেই তাদের শাস্তি দেবে বিসিবি।


- সিনিয়র ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের চেয়ে বেশি আতঙ্কে আছেন অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটাররা। যারা জাতীয় দলে যাওয়া-আসার মধ্যে আছেন তারা আরও বেশি আতঙ্কিত।



- বিসিবির একটি সূত্র জানিয়েছে, গতকাল বৈঠকের শুরুতেই নাকি মেহেদী হাসান মিরাজকে উদ্দেশ্য করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চিৎকার করে বলেন, 'গত দুই দিনে তুমি আমার ফোন ধরনি কেন ?বাদ পড়ার পর তোমাকে আমিই ফিরিয়েছি, অথচ তুমি আমার ফোন ধরো না!' শোনা যাচ্ছে, কোনো ক্রিকেটার ফোন না ধরায় নাকি বেজায় চটেছেন নাজমুল হাসান পাপন।


- গতকালের বৈঠকের শুরুতে নাজমুল হম্বিতম্বি করলেও এক পর্যায়ে বলেছেন, ‘তোমাদের ওপর আমার রাগ ছিল, তবে এখন সেটা পড়ে গেছে। তোমরা বলো, শুনি তোমাদের দাবিদাওয়া।'


- সভায় বিসিবি সভাপতি যেমন হম্বিতম্বি করেছেন, তাতে তারা শংকায় পড়েছেন যে পান থেকে চুন খসলেই এবার ক্যারিয়ারের বারোটা বেজে যেতে পারে। একজন সিনিয়র ক্রিকেটারও আশংকার কথা স্বীকার করে বলেছেন, এখন থেকে বিসিবি কঠোর হয়ে যাবে।



- তবে একইসঙ্গে ক্রিকেটারদের একজোট হয়ে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পারফর্মেন্স ভালো করার ওপর জোর দেন। ভালো পারফর্মেন্স করলে কেউ বাদ দিতে পারবে না।

(Bingo !!!)
__________________
"Make Bangladesh Cricket Great Again"
Reply With Quote